দেবহাটায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ওসি বিপ্লব কুমার সাহা

0
423

আব্দুর রব লিটু: দেবহাটার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। বৃহষ্পতিবার সকালে উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন তিনি। আগামী ৪ অক্টোবার ষষ্ঠীর.মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা শুরু। তাই আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি পরিদর্শন করেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে দেবহাটা উপজেলা ও থানা প্রশাসন সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর নিরবিচ্ছিন্ন তৎপরতার চলছে। অন্যদিকে এগিয়ে চলেছে প্রতিমা তৈরীর কাজ। এবছর উপজেলার ২১ টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে বলে জানা গেছে। দেবহাটা উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পূজা উদযাপনে আইনশৃ্খংলা শান্তিপূর্ন রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে এবং পূজা মন্ডপের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় করা হয়েছে। পরিদর্শন কালে তিনি মন্দিরের নেতৃবৃন্দ ও স্থানীয়দের কাছে সার্বিক বিষয়ে খোজখবর নেন এবং শান্তিপূর্ন ও নির্বিঘেœ পূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে সব সময় কঠোর নজরদারী থাকবে বলে তিনি জানান। এবার উপজেলার ৫ টি মন্ডপকে অধিক ঝুকিপূর্ণ ধরা হয়েছে। জনসমাগম বেশী হওয়ার জন্য সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে জানান ওসি। এসময় উপস্থিত ছিলেন থানার এসআই হেকমত আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্য্যনির্বাহী সদস্য মোসলেম আলী, সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ।