দেবহাটায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

0
178

দেবহাটা প্রতিনিধি : মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের ওপর গুরুত্বরোপ করে দেবহাটা উপজেলা সম্মেলন কক্ষে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং দেবহাটা উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত সেমিনারটিতে নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে এবং নিরাপদ খাদ্য অফিসার মোখলেছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফে, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, মৎস্য অফিসার বদরুজ্জামান, সমবায় অফিসার আকরাম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান ,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন প্রমুখ। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর অমল কুমার, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রামার অফিসার ফুলি সরকার, বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বেকারী মালিক সালাহউদ্দীণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তৃতাকালে নিরাপদ খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভেজাল ও কেমিক্যালের ব্যবহার ছাড়াই ভোক্তা পর্যন্ত পৌঁছানোর বিষয়ে গুরুত্বরোপ করা হয়। এছাড়া খাদ্যে ভেজাল রোধে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।