পাইকগাছায় জলাশয়ে কীটনাশক প্রয়োগ,ব্যাপক ক্ষতিসাধন

0
246

শেখ নাদীর শাহ্::


পাইকগাছার চাঁদখালীর ফেদুয়ার আবাদের (কাটাবুনিয়া) জলাশয়ে বিষ প্রয়োগে প্রায় ৫০ মণ বিভিন্ন প্রজাতির চারা মাছ মরে সাবাড় হয়ে গেছে বলে অভিযোগ পাওয়াগেছে।

সংশ্লিষ্ট মৎস্য চাষী চাঁদখালীর ফেদুয়ার আবাদের (কাটাবুনিয়া) তালেব সানার ছেলে আনারুল সানার অভিযোগ, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মঙ্গলবার রাতে তার মৎস্য বিষ প্রয়োগ করে উপরোক্ত ক্ষতিসাধন করে। এসময় তার মৎস্য ঘেরের বাসায় অগ্নিসংযোগ করা হয় বলেও অভিযোগ করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে পুলিশের পাইকগাছা থানার এসআই সঞ্জিত বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে ঘটনাটি জানাজানির পর জলাশয়ে স্যালো মেশিন বসিয়ে পানি নিস্কাশনের চেষ্টা করে ৫০-৪০০ গ্রামসহ রুই, কাতল, মৃগেল, গলদাসহ নানা প্রজাতির বিভিন্ন সাইজের প্রায় ৫০ মনের অধিক চারা মাছ উদ্ধার করতে পেরেছেন।