দেবহাটায় প্রান্তিক চাষিদের মাঝে কৃষি পূর্নবাসন ও কৃষি প্রনোদনার উদ্বোধন

0
197

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণে কৃষি পূনর্বাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টায় দেবহাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের মধ্য দিয়ে উক্ত কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কৃষি সম্প্রসারণ অফিসার শওকাত ওসমানসহ কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ৫টি ইউনিয়নের ৪১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।