দেবহাটায় করোনা থেকে প্রতিবন্ধী শিশু সুরক্ষায় আর্থিক সহায়তা

0
178

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় কোভিড-১৯ প্রর্দুভাব থেকে প্রতিবন্ধী শিশুদের সুরক্ষিত রাখতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে নারী কন্ঠ উন্নয়ন সংস্থার আয়োজনে, ডিআরআরএ’র সহযোগীতায়, নেদারল্যান্ড’র অর্থায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। নারী কন্ঠ উন্নয়ন সংস্থার প্রাইড প্রকল্পের প্রোগ্রাম কো-অডিনেটর মুজিবর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের কমিউনিটি মবিলাইজার সুবর্ণা খাতুন, হিসাবরক্ষণ গুলশান আরা, কিশোরী প্রকল্পের সুপারভাইজার নজিফা খাতুন, ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, ডিপিও সদস্য রেশমা পারভীন প্রমুখ। এসময় বিকাশের মাধ্যমে ৬৯ জন প্রতিবন্ধী শিশুকে ১৫৩০টাকা হারে প্রদান করা হয় এবং কোচিং ফি বাবদ ৩৫জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে জনপ্রতি ৯০০টাকা হারে দেওয়া হয়।