দেবহাটায় করোনার প্রভাব মোকাবেলায় তহবিল গঠন : সহযোগীতা কামনা করেছেন ইউএনও

0
323

দেবহাটা প্রতিনিধি  : দেবহাটায় করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় তহবিল গঠন করা হয়েছে। সহযোগীতার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের দূর্গতদের সহযোগীতার জন্য আকর্ষিক দূর্যোগ ত্রান তহবিল নামে সোনালী ব্যাংক, দেবহাটা শাখায় একটি একাউন্ট খোলা হয়েছে। যার হিসাব নং- ২৮০৩৫০২০০০৭২২। উক্ত একাউন্টটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার মানবিক খাদ্য সহায়তা পরিচালনার জন্য সোনালী ব্যাংক, দেবহাটা শাখায় উক্ত একাউন্ট নং টি খোলা হয়েছে উল্লেখ করে জানান, বর্তমানে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে যারা দিনমজুর, দোকানদার, যানবাহন চালক ও খেটে খাওয়া মানুষদের স্বাভাবিক জীবন যাপন স্থবির হয়ে পড়েছে। মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় তাদের খেয়ে পরে দিন পার করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যার কারনে সেইসব মানুষদের মানবিক খাদ্য সহযোগীতার জন্য সোনালী ব্যাংক, দেবহাটা শাখায় ২৮০৩৫০২০০০৭২২ এই হিসাব নং টি খোলা হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষকে সাধ্যমত উক্ত হিসাব নং এ আর্থিক সহযোগীতার জন্য ইউএনও এবং পিআইও কর্মকর্তা আহবান জানিয়েছেন।