দেবহাটায় কমিউটিনিটি পুলিশিং ডে- ২০১৯ ’র র‌্যালী ও আলোচনা সভায় ওসি বিপ্লব সাহা:মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সাথে কোন আপস নয়

0
319

আব্দুর রব লিটু: মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সাথে কোন আপস নয় উল্লেখ করে ”পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে দেবহাটা থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউটিনিটি পুলিশিং ডে- ২০১৯’র র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, বর্তমান সরকার মাদককে জিরো টলারেন্সে আনার যে ঘোষনা দিয়েছেন দেবহাটা থানা পুলিশ সেটা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে। মাদক, জঙ্গী ও সন্ত্রাসের সাথে কোন আপস নয়। এসবের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশের পাশাপাশি আপনারা মাদক, জঙ্গী ও সন্ত্রাসের সাথে জড়িত ব্যক্তিদের সম্পর্কে সঠিক তথ্য দেন, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হবে। এসময় তিনি পুলিশিং ফোরাম নের্তৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করে বলেন, পুলিশের পাশাপাশি দেশের অপরাধ দমনে পুলিশিং ফোরামের বিশেষ ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি। তাই আগামীতে দেবহাটা উপজেলা পুলিশিং ফোরামের সকল ইউনিটের নের্তৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এটাকে আরো বেগবান করা হবে। পুলিশ ও পুলিশিং ফোরাম একযোগে কাজ করলে খুব দ্রুত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদকে জিরো টলারেন্সে আনা সম্ভব হবে। শনিবার সকাল ১০টায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে মাদক, জঙ্গী ও সন্ত্রাস বিরোধী একটি র‌্যালী দেবহাটা বাজার এবং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষীন করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়। পরে থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আ’লীগের সহ- সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ও দেবহাটা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল,সাবেক উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, কুলিয়া পুলিশিং ফোরম নেতা শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরকে বাপ্পা, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এএইচ সোহাগ, দেবহাটা থানার এসআই হেকমত আলী, হানিফ, শ্যামাপ্রসাদ, প্রবীর দাশ, এএসআই দরবেশ আলী, আব্দুল জব্বার, আবু হামিদ, রশিদুল ইসলাম, সোহেল, সুজিত বিশ্বাস, শরীয়ত উল্লাহ, মাজেদুল ইসলাম, ফেরদৌস প্রমুখ।