দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পমাল্য অর্পন

0
249

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শহীদদের স্বরণে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পুষ্পমাল্য অর্পন করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ যথাযথ ভাবে উৎযাপন করার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সখিপুর হাইস্কুল মাঠের শহীদ বেদীতে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দেবহাটা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। প্রথমে পুস্পমাল্য অর্পণ করেন সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র পক্ষে উপজেলা আওয়ামীলীগ। পরে পর্যায়ক্রমে উপজেলা প্রাশাসন ,উপজেলা পরিষদ, দেবহাটা থানা, দেবহাটা উপজেলা আওয়ামীলীগ, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা জাতীয় পার্টি, দেবহাটা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ,তাঁতীলীগ, ছাত্রলীগ, দেবহাটা কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের তত্বাবধায়নে এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আনারুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বসার, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর,সাধারন সম্পাদক বিজয় ঘোষ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, কৃষকলীগের সদস্য সচিব আব্দুল্লা হীম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন,সাধারন সম্পাদক লোকমান কবির, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন প্রমুখ। পুষ্পমাল্য অর্পন শেষে সকল ভাষা শহীদদের আত্নার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে সকাল সাড়ে ৮ টায় প্রভাতফেরী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মুক্ত মঞ্চ প্রাঙ্গনে এসে শেষ হয়ে আলোচনা সভা ও দেশীয় সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্ব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বাশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে ছাত্র-ছাত্রীদের রচনা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে দিবসটি যথাযতভাবে পালন করা হয়।