দেবহাটা প্রেসক্লাবের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

0
349

দেবহাটা প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা জানিয়ে সখিপুর শহীদ মিনার বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা প্রেসক্লাবের নের্তৃবৃন্দরা। রাত ১২ টা ০১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ শের প্রথম প্রহরে এ পুষ্পমাল্য অর্পন করা হয়। দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে বাপ্পার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম,দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আলিম মিঠু, এমএ মামুন, জিএম আব্বাস উদ্দীন, সদস্য ফরহাদ হোসেন সবুজ, আশরাফুল ইসলাম প্রমুখ। পরে সকাল সাড়ে ১০ টায় দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। সাধারন সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ-সভাপতি সহ-সভাপতি আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কার্য্যনির্বাহী সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, মোমিনুর রহমান, মোসলেম আলী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এসময় বক্তরা বলেন, বাঙালীর ভাষা আন্দোলনের স্বীকৃতি স্বরুপ জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারীকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করে। সেই থেকে বাংলাদেশের পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় সারা বিশ^ একযোগে এইদিনটি পালন করে আসছে। আর আমাদের ভাষা আন্দোলনের সংগ্রামের কথা ও অমর একুশের চেতনা দেশের গন্ডি পেরিয়ে বিশে^র বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে পরিচিতি লাভ করেছে।

উপজেলা আওয়ামীলীগ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা জানিয়ে সখিপুর শহীদ মিনার বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী প্রমুখ ।