দেবহাটার প্রায়ত মনোরঞ্জন মূখার্জীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ

0
161

দেবহাটা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের জমি দাতা ও প্রাাক্তন চেয়ারম্যান, হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, দেবিশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দেবীশহর এ্যাগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাবেক সভাপতি, নলতা শরীফ খানবাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর ভক্ত, নলতা আহছানিয়া মিশনের আজীবন সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রায়ত মনোরঞ্জন মুখার্জী (মনিবাবু)’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জানুয়ারী দুপুর ২ টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে উপজেলার দেবীশহর গ্রামে তার নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার স্ত্রী এক কন্যা ও দুই পুত্র রেখে যান। ৩০শে জানুয়ারী বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে দেবিশহর ফুটবল মাঠে তাকে রাষ্টীয় মর্যাদায় “গার্ড অফ অনার” শেষে দেবিশহর শশ্মানে দুপুর ১ টা ৩০ মিঃ অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও আতœার শান্তি কামনা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, গাজীরহাট দূর্গা মন্দির কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক শ্রী অজয় কুমার ঘোষ, মহানন্দ সরকার, অলোকেষ সরকার,আনন্দ চ্যাটার্জী, অসিত কুমার ঘোষ, মৌসুম চ্যাটার্জী পল্টু, উত্তম কুমার, সঞ্জয় অধিকারী , মিন্টু ঘোষ সহ মন্দির কমিটির সকল নেতৃবৃন্দ।