দুর্বৃত্তদের হামলায় আহত আ’লীগের নির্বাচনি ক্যাম্পের পাহারাদার পেল প্রধানমন্ত্রীর চেক

0
27
দুর্বৃত্তদের হামলায় আহত আ’লীগের নির্বাচনি ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর নিকট প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের এক লাখ টাকার চেক ইস্যুর চিঠি হস্তান্তর করেন সংসদ সদস্য এসএম কামাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে নৌকার প্রচারণা ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে ৪ জানুয়ারি রাতে গানপাউডার দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তার ঘাড়ের দুই পাশে কিছু অংশ ও মাথার চুল পুড়ে যায়। এর আগে ওই প্রচারনা ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়।
এদিকে নির্বাচন পরবর্তী সংসদ সদস্য এসএম কামাল হোসেনের মাধ্যমে পাহারাদারকে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানানো হয়। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে এক লাখ টাকার চেক অনুমোদন দেওয়া হয়।
সোমবার (১৫ এপ্রিল) বিকালে খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন আহত পাহারাদারকে এক লাখ টাকার চেক ইস্যুর চিঠি হস্তান্তর করেন। এসময় আর্থিক অনুদান প্রাপ্তিতে সহায়তা করায় সংসদ সদস্য এসএম কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান আহত পাহারাদার ও তার পরিবার।
উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, খান জাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যোগিপোল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাকারিয়া রিপন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম, ১০নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here