দিঘলিয়ার ঐতিহাসিক গণকবরের নেই কোন রক্ষণাবেক্ষণ

0
151

দিঘলিয়া প্রতিনিধি:
দিঘলিয়া উপজেলার দেয়াড়াস্থ শাহনেওয়াজ জুট মিলের পাশে অবস্থিত ঐতিহাসিক গণকবর রক্ষনাবেক্ষনের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে। ১৯৭১ সালের ২৭ শে আগস্ট স্বাধীনতা যুদ্ধের সময়, পাক হানাদার বাহিনী ৬০ জন গ্রামবাসীকে গুলি ও জবাই করে হত্যা করে। এরমধ্যে ৩৮ জন কে ভৈরব নদীতে ভাসিয়ে দেয় এবং ২২ জন কে পৃথক তিনটি স্থানে গণকবর দেয়। ২০১০ সালের ৬ ই জুন শাহনেওয়াজ জুট মিল নির্মাণ কাজের সময় মাটি খনন কালে উক্ত ২২ জন শহিদের কঙ্কাল পাওয়া যায়। মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ এই জমি দান ও অর্থায়নে একটি গণকবর স্থাপন করা হয়। উক্ত ২২ জনের কঙ্কাল মাথার খুলি সহ শরীরের নানা অংশ একত্রিত করে দান কৃত জমিতে গণকবর স্থাপন করা হয়। তবে বছরের বিশেষ দিনগুলোতে একটু পরিষ্কার করতে দেখা যায়। একাধিক সুএে জানা যায়, উক্ত গণকবরের জন্য বিভিন্ন মহল থেকে অনুদান দেওয়া হলেও ১০ বছর ধরে একই অবস্থায় আছে গণকবর।