দাকোপ থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

0
171

দাকোপ প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশ দাকোপ থানার উদ্যোগে আয়োজিত বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতি সংঘের সুপারিশ প্রাপ্তিতে কেক কাটা, মিষ্টি বিতরণ, বিশেষ আলোচনা সভা, আনন্দ উদযাপন ও সাংস্কৃকিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ৈছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩ টায় দাকোপ থানা চত্বরে থানা পুলিশের অফিসার ইনচার্জ ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায় পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল,ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, থানা পুলিশের ওসি তদন্ত স্বপন কুমার রায়, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা মনোজ কান্তি রায়, অধ্যক্ষ অসীম থানন্দার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা, পৌর কাউন্সিলর মেহেদী হাসান বুলবুল, পৌর কাউন্সিলর রোস্তম আলী খান, পৌর কাউন্সিলর আঃ বারিক শেখ, সংরক্ষিত পৌর কাউন্সিলর নাসিমা বেগম প্রমুখ।