তেরখাদা থানার ওসি সরদার মোশাররফ হোসেনের রাষ্ট্রীয় পদক লাভ

0
76

নিজস্ব প্রতিবেদক
তেরখাদা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন আইন—শৃঙ্খলা রক্ষা, গোষ্ঠীগত কোন্দল নিরসন, অপরাধ দমন, সহিংসতা প্রতিরোধ, মাদক, ওয়ারেন্ট তামিল, চোরাই উদ্ধার, নারী শিশু বয়স্ক হেলথ ডেস্কের মাধ্যমে সেবা প্রদান করে জনগণের ভরসা স্থল হওয়ায় এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং প্রভৃতিতে অসামান্য অবদান রাখায় পুলিশ সপ্তাহ—২০২৪ এ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানিত পদক, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম—সেবা) লাভ করেছেন। পদক প্রাপ্তিতে তিনি থানা এলাকার সকলের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন এবং থানা এলাকার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করিয়াছেন।
উল্লেখ্য, অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন যশোর জেলার কেশবপুর উপজেলার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে সাব ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি খুলনা জেলার তেরখাদা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সরদার মোশাররফ হোসেন গত ১ জুলাই ২০২৩ দায়িত্ব ভার বুঝে নেন। এর আগে তিনি রূপসা থানা ও খালিশপুর থানার অফিসার ইনচার্জ এবং খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।