ডুমুরিয়ায় ট্রাফিক পুলিশের অভিযানে ৪০ মামলা

0
152

ডুমুরিয়া প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় খুলনা জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে অবৈধ যানবাহন ও গাড়ীর লাইসেন্স পরীক্ষায় অভিযান চালানো হয়েছে। বুধবার সকাল ১০ টায় ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ’র নির্দেশে ও জেলা ট্রাফিক সার্জেন্ট মাজহারুল ইসলাম ও মশিউর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্সদেরকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে অভিযানে সার্বিক সহযোগীতা করেন, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আহŸায়ক খান মহিদুল ইসলামসহ সদস্যগণ। জানা যায়, ড্রাইভিং লাইসেন্স না থাকলে মামলা আর গাড়ির কাগজপত্র না থাকলে আটক করা হচ্ছে যানবাহন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে পুলিশের এ অভিযান। সাধারণ মানুষ এ অভিযানকে স্বাগত জানিয়েছে, এক প্রত্যক্ষদর্শী খুলনা টাইমসকে বলেন, সড়কে বের হওয়ার পর বাসায় ফিরতে পারব কিনা এ নিশ্চয়তা নেই। বাস, ট্রাক চালকরা এতো বেপরোয়া, অবৈধ যানবাহনের ছড়াছড়ি। মোটরসাইকেল, মাহেন্দ্র, ইজিবাইক অনেকের লাইসেন্স নেই। প্রতিনিয়ত সড়কে মৃত্যু হচ্ছে মানুষের, এর থেকে পরিত্রাণ চাই আমরা। খুলনা ট্রাফিক পুলিশের কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ট্রাফিক পুলিশের একটি চলমান প্রক্রিয়া। এখন থেকে অবৈধ যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স চেকিংসহ অভিযান অব্যাহত থাকবে। আজ (বুধবার) সর্বমোট ৪০ মামলা রেকর্ড ও বেশকিছু মোটরসাইকেল বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়েছে।