কয়রায় নৌকা প্রতীকের প্রার্থীসহ ১০ জনের নামে থানায় মামলা, আটক ১

0
191
কয়রায় নৌকা প্রতীকের প্রার্থীসহ ১০ জনের নামে থানায় মামলা, আটক ১

কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রায় ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার বিষয়ে কয়রা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মহারাজপুর ইউনিয়ন এর নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ (ওরফে ডন মাহমুদ) সহ ১০ জনকে আসামী করে কয়রা থানায় মামলা (নং-১০, তাং-৮/৮/২১) রুজু হয়েছে। রবিবার (৮ আগস্ট) আহতের ভাই লিটন হোসেন মোড়ল বাদী হয়ে কয়রা থানায় মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট, শনিবার সন্ধ্যায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের বড় ব্রিজ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিত ভাবে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেনকে প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে, এসময় গ্রামবাসীরা ধাওয়া করে লাল মিয়া নামের এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে মহারাজপুর ইউনিয়নের নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদের কাছে জানতে একাধিক বার তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি।