ডুমুরিয়ায় অজ্ঞান পার্টির কবলে এক জনের মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ

0
336

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় অজ্ঞান পার্টির কবলে পড়ে একই পরিবারে আহত ৩ জনের মধ্যে ১ জনের মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত রবিবার আহত স্বাস্থ্য কর্মির ছেলে প্রিন্স মন্ডল বাদি হয়ে ৩ জনকে আসামী করে অভিযোগটি দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় গত ১৮ আগষ্ট রাতে পূর্ব শত্রতার জের ধরে উপজেলার লাঙ্গলমোড়া এলাকায় অধির মন্ডল‘র পরিবারে একই এলাকার প্রতিপক্ষ রাতের খাবারের সাথে পরিকল্পিত ভাবে অচেতন নাশক ওষধ মিশিয়ে দেয়। এরপর পরিবারের কর্তা অধির মন্ডল (৭০),তার ছেলে পরিতোষ মন্ডল (৪৫) ও পুত্রবধু উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত সুচিত্রা রানী মন্ডল রাতে ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে।এরপর প্রতিবেশিরা অজ্ঞান বা অচেতন‘র বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় পরিবারের কর্তা অধির মন্ডলের মৃত্যু হয়। বিষয়টি পরিকল্পিত ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ
করা হয়েছে।এদিকে ঘটনার পর থেকে প্রতিপক্ষ পলাতক বলে জানা গেছে। ঘটনা প্রসংগে ওসি মোঃ হাবিল হোসেন জানান এ ঘটনায় একই এলাকার নরেন ওরফে ফকির মন্ডলসহ ৩ জনকে আসামী করে একটি অভিযোগ হয়েছে। তদন্ত পূর্বক এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।