ডুমুরিয়ায় করোনা প্রতিরোধে সচেতন সমাজ কল্যাণ সংস্থার প্রচারপত্র বিতরণ

0
267

খবর বিজ্ঞপ্তি: খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে সচেতন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাগুরাঘোনা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সচেতন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম খান, প্রতিষ্ঠাতা সদস্য এস শাহীন আলম, মোঃ ইসমাইল হোসেন, মিকাউর রহমান আকাশ, সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম, সাজু রহমান, অহিদুজ্জামান দুলু, মোঃ সোহবার মোড়ল, মোঃ রেজওয়ান সরদার, শফিকুল সরদার, ফারুক মোড়ল, জাহিদুল গাজী, আমিনুর রহমান, মফিজুর রহমান বাপ্পি, আল মামুন হোসেন, সবুজ খান, আলী শেখ, মুকুল হোসেন, ফিরোজ সরদার, হাদীচুর রহমান, মহিবুর রহমান, রাকিব গাজী, মুন্না গাজী, রাকিবুল ইসলাম, ইয়াসিন মোড়ল, আবু দাউদ, মিনারুল শেখ, আল আমিন সোহাগ প্রমুখ। সচেতন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ তসলিম হুসাইন তাজ জানান, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। তাই এই ভাইরাস সম্পর্কে মানুষদের সচেতন করতে মাগুরাঘোনা ইউনিয়নের বিভিন্ন স্থানে সচেতন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হচ্ছে।