জাতীয় শোকের দিবস উপলক্ষে আ’লীগের ৪০ দিনে কর্মসূচি গ্রহণ

0
2023

বিজ্ঞপ্তি: আগস্ট বাঙালী জাতির জন্য একটি শোকাবহ মাস। এই মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যা করে চিরতরে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে স্তব্ধ করার ষড়যন্ত্র করা হয়েছিলো। পরবর্তীতে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পুনরায় এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনকে থামিয়ে দেয়ার জন্য বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে উগ্রজঙ্গী মৌলবাদিরা ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা, ২১ আগস্ট প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউ-এ গ্রেনেড হামলা চালায়। এছাড়া খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাড. মঞ্জুরুল ইমামকে তার বাড়ির অদুরে সন্ত্রাসীরা বোমা ও গুলি করে হত্যা করে। সঙ্গত কারনেই আগস্ট মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা করেছেন বাংলাদেশ সরকার। মাসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে – ০১ আগস্ট বুধবার সকাল ০৯ টায় কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলণ, শোক র‌্যালি এবং দলীয় কার্যালয় ও খুলনা প্রেসক্লাবে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া ও শোক সভায় অংশ গ্রহণ এবং সন্ধ্যায় দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩ আগস্ট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এমপি’র মৃত্যুতে শহীদ হাদিস পার্কে আওয়ামী লীগের শোক সভা বিকাল সাড়ে ৩টায়। ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে বিকাল ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে। ৮ আগস্ট বুধবার বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ১১ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতা এস এম এ রব-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল। ১৩ আগস্ট শহীদ হাদিস পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সদর থানা আওয়ামী লীগের আলোচনা সভা, দোয়া মাহফিল ও বই বিতরণ। ১৪ আগস্ট বঙ্গবন্ধু’র পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১টায় পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন। ১৫ আগস্ট বুধবার সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ এবং সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ৯ টায় শোক র‌্যালী, র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগর আওয়ামী লীগ কার্যালয়সহ নগরীর প্রত্যেকটি দলীয় কার্যালয়ে কোরআন তেলোয়াত ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার। এছাড়া নগরীর প্রত্যেক ওয়ার্ডের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ স্ব স্ব থানায় অনুরুপ কর্মসূচি পালন করবে। ১৭ আগস্ট শুক্রবার দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৭টায় সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২০ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা। ২১ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে আইভি রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৫ আগস্ট শনিবার খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাড. মঞ্জুরুল ইমামের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সকাল ৯টায় দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী শুরু হয়ে শামসুর রহমান রোডে অকুস্থলে মঞ্জুরুল ইমামের প্রতিকৃতিতে মাল্যদান, মাল্যদান শেষে বয়রায় মরহুমের কবর জিয়ারত এবং মুন্সি বাড়ি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। ২৬ আগস্ট এ্যাড. মঞ্জুরুল ইমামের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য এবং ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম কুটু’র শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষ্যে ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করবে। উল্লেখিত কর্মসূচিতে সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সকল ওয়ার্ড মিছিল সহকারে অংশ গ্রহণ করার জন্য বিশেষ আহবান জানানো যাচ্ছে। এছাড়া সকল সহযোগী সংগঠণ স্ব স্ব ব্যানারে উল্লেখিত কর্মসূচির আগে ও পরে ৪০ দিনের কর্মসূচি পালন করবে। সহযোগী সংগঠনের গৃহীত কর্মসূচির তারিখ ও সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তরকে অবশ্যই অবহিত করতে হবে। এ ছাড়া প্রতিদিন মহানগরের প্রত্যেক ওয়ার্ডে ২ আগস্ট হতে শোক সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।