জাতীয় চাঁদ দেখা কমিটি সভা : রমজান মাস শুরু শনিবার

0
351

তথ্যবিবরণী:
বাংলাদেশের আকাশে আজ ১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। ২৫ এপ্রিল শনিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্মসচিব মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান-উল-আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার এবং ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম-সহ চাঁদ দেখা কমিটির অন্যান্য সকল
সদস্য উপস্থিত ছিলেন।

আগামী ২৬ রমজান ২০ মে, বুধবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।