সকল ধর্মের মর্মবাণী এক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

0
241

খুলনাটাইমস ডেস্ক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম সকল ধর্মের মৌলিক বিষয়গুলোর ব্যাপারে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের সচেতন থাকার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন,‘সকল ধর্মের মর্মবাণী এক। মত ও পথের ভিন্নতা থাকলেও সকলের একই গন্তব্য । সকল ধর্মাবলম্বীরই উচ্ছ্বাসের শব্দ একইভাবে উচ্চারিত। বেদনার কষ্টে সকলের ক্রন্দনের ভাষা এবং নৈবেদ্য লাভের প্রচেষ্টাও এক। সকল ধর্মগ্রন্থের মৌলিক কথাও একই। কোন ধর্ম অপরাধের কথা বলে না, সাম্প্রদায়িকতার কথা বলে না।’ চিত্তকে নির্মল করার মূল-মন্ত্র ধারণ করতে পারলে বিশ্ব ব্রহ্মান্ডে ধর্মের নামে উশৃঙ্খলতা, উগ্রতা ও সাম্প্রদায়িকতা থাকে না উল্লেখ করে রেজাউল করিম বলেন, প্রত্যেক ধর্মের মৌলিক কথা সকলের মাঝে ছড়িয়ে দিয়ে শান্তির পৃথিবী বিনির্মাণে সব ধর্মাবম্বীদেরই নিজ-নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। গণপূর্ত মন্ত্রী রোববার রাজধানীতে বাংলাদেশ ব্রাহ্ম সমাজের ১৯০তম মাঘোৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ উৎসবে অন্যান্যের মধ্যে ব্রাহ্ম সমাজের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রেজাউল করিম বলেন,‘ধর্ম ব্যবহার করে কেউ যেনো সাম্প্রদায়িকতা ছড়াতে এবং পরস্পরের মধ্যে ব্যবধানের দেয়াল তুলতে না পারে সেজন্য ধর্মের মৌলিক অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে।’ তিনি বলেন, হাজার-হাজার বছর ধরে মন্দিরের পাশে মসজিদ, মন্দিরের পাশে গীর্জা, আযান, ঘন্টা, উলুধ্বনি আমাদের বিভাজন করতে পারেনি। সেই সম্প্রীতি, সৌহার্দ্য ও আন্তরিকতার নিবিড় বন্ধন ধরে রাখতে হবে।