জাকজমকপূর্ণভাবে উদযাপিত হবে নবান্ন উৎসব

0
431

তথ্যবিবরণী : আগামী পহেলা অগ্রহায়ণ (১৫ নভেম্বর) খুলনায় নবান্ন উৎসব উদযাপন করা হবে। জাকজমকপূর্ণভাবে উৎসবটি পালনের উদ্দেশ্যে এক প্রস্তুতি সভা বৃৃৃৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরতে উৎসবের দিন নানা আয়োজন থাকবে। সকাল সাড়ে আটটায় বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্কে এসে শেষ হবে। হাদিস পার্কে দিনব্যাপী পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, লোকশিল্প প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলাসহ অন্যান্য কর্মসূচি উদযাপন করা হবে।
মেলা ও পিঠা উৎসবের জন্য স্টল উন্মুক্ত থাকবে। সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে যে কেউ পিঠার স্টল খুলতে পারবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুুতি সভায় খুলনা জেলার বিভিন্ন সরকারি অফিসের উর্দ্বতন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।