ছাত্রলীগ নেতা সোহেল মাহমুদ সন্ত্রাসীদের গুলিতে আহতের ঘটনায় ২জনকে আসামী করে মামলা

0
465

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি:
খানজাহান আলী থানাধীন পাড়িয়ারডাঙ্গা গ্রামের শেখ হুমায়ুন কবিরের পুত্র মহানগর ছাত্রলীগের সহ সভাপতি শেখ সোহেল মাহমুদ প্রেম ঘটিত কারণে সন্ত্রাসীদের গুলিতে আহতের ঘটনায় খানজাহান আলী থানায় ২জনকে আসামী করে গুলিবিদ্ধ ছাত্রলীগনেতার বড় ভাই মোঃ কামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং-৯, তারিখ-২৮/১০/১৯। খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন পরকিয় সংক্রান্ত ঘটনায় অভয়নগর রানাগাতী এলাকার বণি মোল্যার সাথে দ্বন্দ্বের জের ধরে গত ২৬ অক্টোবর রাত ৯টায় নিজেদের ভিতরে মিমাংসার সময় বণি মোল্যার সাথে থাকা অজ্ঞাত ব্যক্তি সোহেলকে গুলি করে পালিয়ে যায়। এঘটনায় যশোর অভয়নগরের রানাগাতী তরিকুল ইসলাম ওরফে বণি মোল্যা সহ ২জনকে আসামী করা হয়েছে ও আব্দুল হামিদ সরদারের পুত্র এসএম বোরহানুদ্দিন সজিব সরদার স্বাক্ষী হিসেবে আদালতে উক্ত ঘটনার জবানবন্ধি দিয়েছেন এবং আসামীদের আটকের ব্যাপারে আমাদের বিশেষ টিম অভিযানে অব্যাহত রয়েছে।