চিলির ভালপারাইসোতে দাবানল, ভস্মীভূত ১২০ বাড়ি

0
299

খুলনাটাইমস ডেস্ক: দাবানলে পুড়ছে চিলির শহর ভালপারাইসো। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে এরইমধ্যে পুড়ে গেছে ১২০টি বাড়ি। শহরের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে েেনায়া হচ্ছে। খবর বিবিসির।
শহরটির রোকুয়েন্ট ও সান রোকে এলকায় আগুন নেভাতে ভালপারাইসোর সব দমকলকর্মীকে কাজে নামানো হয়েছে। এই দুটি এলাকার প্রায় ৯০ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ভালপারাইরসোর মেয়র জর্জ শার্প জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে লাগানো আগুন থেকেই দাবানলের সূত্রপাত। তবে দাবানলে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা কর্মীরা আগুন নেভাতে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে জোর বাতাসের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। পরিস্থিতি দেখতে ভালপারাইসো গেছেন চিলির কৃষিমন্ত্রী। দমকলকর্মীরা আগুন নেভাতে প্রাণপন চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। চিলির সবচেয়ে বড় শহরগুলোর একটি ভালপারাইসো। এটি দেশটির প্রধান একটি বন্দর এবং দক্ষিণ আমেরিকার জনপ্রিয় পর্যটন কেন্দ্র।