করোনাভাইরাস: ফ্রান্সে একদিনে ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত

0
193

টাইমস বিদেশ :
ইউরোপে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ফ”ান্সে একদিনেই ৩০ হাজারের বেশি নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে দেশটির সরকার শনিবার থেকে প্যারিস ও আরও ৮টি শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। তার আগেই দেশটিতে একদিনে শনাক্ত রোগীর এ উল্লম্ফন দেখা গেল। বিবিসি জানিয়েছে, ব”হস্পতিবার ফ”ান্স নতুন ৩০ হাজার ৬২১ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত করার কথা নিশ্চিত করেছে; আগের দিন এ সংখ্যা ছিল ২২ হাজার ৫৯১। এমন পরবাঁচাতে কঠোর বিধিনিষেধ আরোপ অত্যাবশ্যক’ বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থয সংস্থা (ডব্লিউএইচও)। কেবল ফ”ান্সই নয় সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মরিয়া চেষ্টা চালা”েছ ইউরোপের অন্যান্য দেশও। মহাদেশটির লাখ লাখ মানুষকে এখন কঠোর বিধিনিষেধের মধ্যেই দিন কাটাতে হ”েছ। গণহারে শনাক্তকরণ শুরুর পর থেকে ব”হস্পতিবার ফ”ান্সের পাশাপাশি পোল্যান্ড ও ইতালিও একদিনে সর্বো”চ সংখ্যক কোভিড-১৯ রোগী পেয়েছে। একইদিনে রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ২৮৬ জনের ম”ত্যুর খবরও পাওয়া গেছে। মহামারী শুরুর পর দেশটিতে আরও কখনোই একদিনে এতজনের ম”ত্যু হয়নি। কোভিড-১৯ এ ইউরোপে এখন প্রতিদিনই গড়ে এক হাজার মানুষের ম”ত্যু হ”েছ। পরি¯ি’তি মোকাবেলায় ডব্লিউএইচও মহাদেশটির বিভিন্ন দেশের সরকারকে ‘আরও পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়েছে। বুধবার ফ”ান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাজধানী প্যারিস, এর আশপাশ এবং অন্য আরও ৮ টি শহরে রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দেন। শনিবার থেকে শুরু হওয়া এ কারফিউ চলবে অন্তত চার সপ্তাহ। ‘যৌক্তিক কারণ’ না থাকল সবাইকে রাত ৯ টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরে থাকতে হবে। কারফিউ ভঙ্গ করলে গুনতে হবে জরিমানা। ফ”ান্সে দৈনিক শনাক্তের পরিমাণ ৩ হাজারে নামিয়ে আনা এবং হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর চাপ কমানোর লক্ষ্যেই কড়াকড়ির এ পদক্ষেপ নেওয়া হ”েছ বলে জানান ফরাসী প্রেসিডেন্ট। দেশটির প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স বলেছেন, কারফিউ বাস্তবায়নে ৯টি শহরে পুলিশ মোতায়েন করা হ”েছ। তবে যারা কাজে যাবে কিংবা হাসপাতাল বা ওষুধের দোকানে যাবে তাদের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে না।