চিকিৎসকের উপর হামলায় খুলনা বিএমএ’র নিন্দা, আসামীদের শাস্তির দাবী

0
142

খবর বিজ্ঞপ্তি:
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ৪ এপ্রিল রবিবার হামলা চালিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমিত পালকে হত্যা চেষ্টার ঘটনায় খুলনা বিএমএ’র পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়েছে। করোনা মহামারির এই সর্বোচ্চ বিপদজনক সময়ে নিজের ও পরিবারের জীবন বিপন্ন করে মানুষের সেবায় নিয়োজিত থাকা একজন তরুন চিকিৎসকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের ন্যাক্কার জনক হামলার ঘটনায় খুলনা বিএমএ’র নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। করোনা মহামারির কথা বিবেচনা করে বিএমএ খুলনা জেলা শাখা এখন পর্যন্ত কঠোর আন্দোলন থেকে বিরত রয়েছে, তবে আজ মঙ্গলবার ৬ এপ্রিল দুপুর ২ টার মধ্যে সকল আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হলে আগামীকাল বুধবার নির্ধারিত জরুরী সভা থেকে কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে বলে বিবৃতিতে জাননো হয়েছে। বিবৃতি দাতারা হলেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশীদ,কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামূন অর রশীদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস কে বল্লভ, প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায়, সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরী, গ্রন্থগার প্রকাশনা সম্পাদক ডা. মাহমুদ হাসান লেনীন, কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, ডা. এ টি মঞ্জুর মোর্শেদ, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. মোসাঃ ডালিয়া আখতার, ডা. খান আহমদ হেলালী, ডা. হিমেল সাহা, ডা. সোহানা সেলিম, ডা. দেবনাথ তালুকদার, ডা. কাজী করিম নেওয়াজ, ডা. মোহাম্মদ হাসান, অধ্যাপক ডা. মোহাম্মদ মহসীন, বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিলর ডা. শহিদুল ইসলাম মুকুল, ডা. ইউনুচউজ্জামান খান তারিম, ডা. এস এম তুষার আলম, ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস, ডা. পলাশ কুমার দে, ডা. বাপ্পারাজ দও, ডা. রকিবুল ইসলাম, ডা. সুদ্বীপ পাল, ডা. তন্ময় সাহা প্রমূখ।