প্রথম দিনের লকডাউন উপেক্ষিত ফকিরহাটের গ্রামীন জনপদগুলোতে

0
170

ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় সারা দেশের ন্যায় এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন ঢিলে ঢালা ভাবে অতিবাহিত হয়েছে। মহাসড়কে গনপরিবহন চলতে দেখা না গেলেও উপজেলার প্রায় ৮০ভাগ চায়ের দোকান, খাবার হোটেল, মুদি দোকানগুলোতে সর্বসাধারনের ভিড় লক্ষ্য করা গেছে এবং ভ্যান, অটো, মাহেন্দ্র, মোটরবাইক এর বেশিরভাগ চালকদের মুখে মাস্ক নামক বস্তুর দেখা মেলেনি। ফকিরহাট মেইন বাজার ও কাটাখালী মোড়ে গুটি কয়েকজন ব্যবসায়ী সাময়িক সময়ে দোকান বন্দ রাখলেও উপজেলা প্রশাসনের মনিটরিং শেষ হতে না হতেই দোকান খুলে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে বেচা কেনা করতে দেখা গেছে। তবে গ্রামীন জনপদে লকডাউনের কোন প্রভাবই চোখে পড়েনি। স্বাভাবিক ভাবে মাস্ক ব্যবহার না করেই স্বাধীনভাবে লোকজনের পদচারণায় মুখরিত থাকতে দেখা গেছে চায়ের দোকনগুলোতে। স্বাস্থ্য বিধি মেনে সরকারে ঘোষিত লকডাউন মানতে মাইকিং করা সত্তেও গ্রামীন জনপদের সাধারণ মানুষেরা সচেতন ছিল না প্রথম দিনের লকডাউনে। সরকারী আইন অমান্য করলে কঠোর শাস্তির বিধান রয়েছে জেনেও উক্ত জনপদে প্রয়োগ নেই বললেই চলে। উপজেলার সর্বস্তরের নারী-পুরুষ স্বাস্ত্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মান্য করে করোনা মোকাবেলায় কার্যকারী ভুমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।