চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করলেন ওবায়দুল কাদের

0
245

খুলনাটাইমস ডেস্ক : সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিবহণ সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সড়ক ও মহাসড়কে চাঁদা সংগ্রহ বন্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সতর্ক করেছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘প্রয়োজন হলে সড়ক ও মহাসড়কে যারা চাঁদা নেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরিবহণ সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দেন। সকলের প্রতি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেককে এই আইন মেনে চলতে হবে। মেয়াদোত্তীর্ণ যানবাহন সম্পর্কে মন্ত্রী বলেন, সড়কে চলাচলকারী অধিকাংশ যানবাহনের ফিটনেস নেই এবং এ কারণেই জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে আনফিট যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিবিরোধী অভিযানের কারণে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে। ওবায়দুল কাদের বলেন, অপরাধীরা বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নজরদারিতে রয়েছে। তিনি বলেন, কারো দোষ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।