গোল্ডেন জেনারেশন অব খুলনা জিলা স্কুলের ৩ দিন ব্যাপী টিকা রেজিস্ট্রেশন কর্মসূচীর সমাপ্তি

0
133

নিজস্ব প্রতিবেদক:

গোল্ডেন জেনারেশন অব খুলনা জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে তিনদিন ব্যাপী বিনামূল্যে করোনা টিকা রেজিস্ট্রেশন এবং কার্ড বিতরন কর্মসূচী সফলতার সাথে শেষ হয়েছে। গত ৩ দিনে মোট ৩৫০ জনকে রেজিস্ট্রেশন করা ও কার্ড বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

গত বুধবার (৪ আগস্ট) খুলনা জিলা স্কুল প্রধান ফটক সংলগ্ন স্থানে বিনামূল্যে করোনা প্রতিরোধক টিকা নিবন্ধন ও টীকা কার্ড বিতরন কর্মসূচী শুরু হয়। শুক্রবার বন্ধ ছিল শনিবার সকাল ১০ টায় আবারও শুরু হয় এবং বিকাল ৫ টায় এ কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করা হয়। সাবেক শিক্ষার্থীদের সংগঠন গোল্ডেন জেনারেশন অব খুলনা জিলা স্কুল। সংগঠনটি খুলনা জিলা স্কুল এসএসসি ২০১৪-২০২০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সংগঠিত।

সংগঠনটি মূলত রিক্সাওয়ালা, দিনমজুর, পথচারীদের শতভাগ টিকা কার্যক্রমের অন্তর্ভুক্তকরনের লক্ষ্যে এই কাজ শুরু করে। এছাড়াও এই সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠাতারা বলেন এই সংগঠনের মাধ্যমে সামনে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

খুলনা টাইমস/এমআইআর