গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম পরিদর্শনে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

0
162

টাইমস ডেস্ক:
গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের অফিস পরিদর্শন করেছেন নব-নিযুক্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। গতকাল শনিবার সকাল ১১টায় জেলা শহরের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দ্বিতীয় তলায় রিপোর্টার্স ফোরামের অফিসে আসেন এবং সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি অফিস ঘুরে দেখেন। এ সময় রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, কালের কণ্ঠের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি প্রসূন ম-ল, ডিবিসির সুব্রত সাহা বাপী, একরামুল কবীর, এসএ টিভির বাদল সাহা, চ্যানেল২৪ এর রাজীব আহম্মেদ রাজু, দেশটিভির সলিল বিশ্বাস মিঠু, বাংলাটিভির সৈয়দ আকবর হোসেন, নিউজ২৪ এর মুন্সী মোহাম্মদ হুসাইন, সময় টিভির আমির হামজা উপস্থিত ছিলেন। নব-নিযুক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর সাংবাদিকের খোঁজ খবর নিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। এটি একটি ঝুঁকিপূর্ণ পেশা। সাংবাদিকরা অন্যায়, অত্যাচার, দুর্নীতিসহ নানা অনিয়মের চিত্র তুলে ধরে সমাজে ন্যায়ের পথ তৈরি করে দেন। তিনি সংবাদকর্মীদের বেশি বেশি বস্তুনিষ্ট অনুসন্ধানী প্রতিবেদন করার প্রতি গুরুত্বারোপ করেন। এতে সরকার প্রকৃত ঘটনা জানতে পারবে এবং সে অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিতে পারবে।