গণসংহতি আন্দোলনের কর্মীসভা অনুষ্ঠিত

0
178

খবর বিজ্ঞপ্তি:
গণসংহতি আন্দোলন, খুলনা জেলা কমিটির এক কর্মীসভা সোমবার বেলা ১১টায় খালিশপুর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মীসভায় সভাপতিত্ব করেন জেলা আহŸায়ক মুনীর চৌধুরী সোহেল এবং সঞ্চালনা করেন সদস্য মোঃ আল আমিন শেখ। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্লাটিনাম জুট মিলের শ্রমিক নেতা মোঃ নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑজেলা সদস্য সচিব মোঃ মারুফ গাজী, সদস্য মোঃ অলিয়ার রহমান, মোঃ আলমগীর হোসেন লিটু, রুস্তম আলী প্রমুখ। কর্মীসভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুর্নীতি ও ভুলনীতির কারণে পাটকলগুলোতে যে লোকসান হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তার দায় শ্রমিকদের উপর চাপিয়ে দিয়ে প্রায় ২৬ হাজার কোটি টাকার সম্পদ দেশীয় লুটপাটকারী ও পাটপণ্যের বাজার ভারতের হাতে তুলে দিতেই সরকার পাটকলগুলো বন্ধ করেছে। কোনোভাবেই এসব মিল পিপিপি, লীজ বা ব্যক্তিমালিকানায় দেয়া চলবে না। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর প্রস্তাবনা অনুযায়ী মাত্র ১২শ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন এবং অবসরপ্রাপ্ত ও কর্মরতসহ সকল শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধ করার জোর দাবী করেন। কর্মীসভায় সর্বসম্মতিক্রমে মুনীর চৌধুরী সোহেলকে আহŸায়ক ও মোঃ মারুফ গাজীকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট খুলনা জেলা আহŸায়ক কমিটি পুনর্গঠন করা হয়। অপরদিকে মোঃ আলমগীর হোসেন লিটুকে আহŸায়ক ও মোঃ আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট খালিশপুর থানা আহŸায়ক কমিটি এবং মোঃ অলিয়ার রহমানকে আহŸায়ক ও মোঃ শহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট ফুলতলা উপজেলা আহŸায়ক কমিটি গঠন করা হয়।