খুলনা বিভাগে সাঁড়াশি অভিযান নির্বাচনের আগে

0
455

অনলাইন ডেক্সঃ
সোমবার (৩০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গায় দর্শনায় কের অ্যান্ড কোম্পানির কনফারেন্স রুমে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই খুলনা বিভাগের ১০ জেলায় চরমপšি’ ও জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ। দিদার আহমেদ বলেন, খুলনা বিভাগের ১০ জেলা এক সময় চরমপšি’ সন্ত্রাস কবলিত ছিলো। এখন সেই পরি¯ি’তি আগের মতো নেই। তারপরও তারা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ অভিযান পরিচালিত হবে।একইসঙ্গে লক্ষ্য থাকবে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চরমপšি’দের গডফাদারদের আইনের আওতায় নিয়ে আসা। পাশাপাশি চলমান জঙ্গিবিরোধী অভিযান আরও বেগবান করা।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন ডিআইজি দিদার আহমেদ।তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী এখন থেকেই প্র¯‘তি নি”েছ। বৈঠকে বিভিন্ন অপরাধের সঙ্গে পুলিশের জড়িয়ে পড়ার বিষয়টিও উঠে আসে। এ প্রসঙ্গে ডিআইজি বলেন, পুলিশ একটি বাহিনী। দুই একজনের অপরাধে গোটা বাহিনীকে দায়ী করা ঠিক হবে না। কোনো পুলিশ সদস্য অপরাধ ও শৃঙ্খলা ভঙ্গ করে রক্ষা পায়নি। আগামীতেও পাবে না। এ সময় অতিরিক্ত ডিআইজি নাহিদ আহমেদ, অতিরিক্ত ডিআইজি (এডমিন) হাবিবুর রহমান, পিবিআই’র পুলিশ সুপার নওরোজ মোর্শেদ, পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার শুকলা সাহা, আরআরএফের পুলিশ সুপার তাসলিমা খাতুন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপার উপ¯ি’ত ছিলেন।