খুলনা বিভাগে সরকারি খাদ্য সহায়তা বিতরণ

0
136

নিজস্ব প্রতিবেদক:
খুলনা বিভাগের সাতক্ষীরা, কুষ্টিয়া ও নড়াইল জেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীনদের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে ৪৫ হাজার নয়শত ২৪ পরিবারের মাঝে দুই কোটি ২৯ লাখ ৬২ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় দুই লাখ ৮৭ হাজার তিনশত ৪০ উপকারভোগী পরিবারের মাঝে ১২ কোটি ৯৩ লাখ তিন হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়া তিনশত আটটি পরিবারের মাঝে শিশু খাদ্য হিসেবে এক লাখ টাকা এবং গো খাদ্য হিসেবে একশত নয়জন উপকারভোগীর মাঝে এক লাখ টাকা বিতরণ করা হয়েছে। ৩৩৩ কল এর মাধ্যমে ৯৭ টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসন সোমবার করোনায় কর্মহীন হয়ে পড়া ৮২ উপকারভোগী পরিবারের মাঝে ৬১ হাজার পাঁচশত টাকার খাদ্যসামগ্রী বিতরণ করেছে। নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ২৪ হাজার নয়শত ৫৪ উপকারভোগী পরিবারের মাঝে এক কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ৭৬ হাজার ৭৮ উপকারভোগী পরিবারের মাঝে তিন কোটি ৪২ লাখ ৩৫ হাজার একশত টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দুই হাজার ৭৭ উপকারভোগী পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৩০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।তথ্য বিবরণী

খুলনা টাইমস/এমআইআর