খুলনা ওষুধ প্রশাসনের অভিযান : দুই ফার্মেসীকে জরিমানা

0
473

নিজস্ব প্রতিবেদক : খুলনা ওষুধ প্রশাসনের উদ্যোগে ফার্মেসীতে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে। মেসার্স শর্মী ফার্মেসীকে ৫ হাজার টাকা ও মেসার্স পারিবারিক স্বাস্থ্য সেবাকে ১০ হাজার টাকা জরিমানা করা করেন ভ্রাম্যমান আদালত। ফামের্সীতে লাইসেন্স না থাকা, ফিজিসিয়ান শ্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা দায়ের তাদেরকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার ও হিমাদ্রী খীসা। সোমবার (১৯ নভেম্বর) দিনব্যাপী ওষুধ প্রশাসন অধিদপ্তর খুলনার ওষুধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রশীদ নেতৃত্বে একটি টিম বাগেরহাটে জেলায় অভিযান পরিচালনা করেন।
ওষুধ প্রশাসন অধিদপ্তর খুলনা অফিস সূত্রে জানা গেছে, খুলনার ওষুধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রশীদ এর নেতৃত্বে একটি টিম বাগেরহাট জেলায় ওষুধ ফামের্সীগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় কালিকাবাড়ী বাজার এলাকায় অভিযানে মেসার্স শর্মী ফার্মেসী মালিক প্রিন্স কুমার ঢালীকে ফার্মেসীর লাইসেন্স না থাকা, ফিজিসিয়ান শ্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা দায়ে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন। অপর অভিযানে মেসার্স পারিবারিক স্বাস্থ্য সেবার মালিক এইচ এম ওবায়দুল ইসলামকে লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উল্লিখিত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।