সপ্তাহব্যাপী আয়কর মেলার সমাপনী

0
462

তথ্যবিবরণী : খুলনার উৎসবমূখর পরিবেশে শেষ হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৮। এ উপলক্ষে আজ রাত সাতটায় খুলনা বয়রাস্থ কর ভবন প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর আপীল অঞ্চল-খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়।
সপ্তাহব্যাপী আয়কর মেলায় খুলনাসহ ১০ জেলা ও ছয়টি উপজেলার রিটার্ন দাখিল করেছেন ৪৩ হাজার চারশ ৮৩ জন, নতুন ইটিআইএন এক হাজার চারশ ৫৩ জন এবং প্রায় ৪২ কোটি আট লাখ ১৪ হাজার দুইশত ৪৬ টাকা জমা হয়েছে। গত বছরের তুলনায় তা অনেক বেশি। সহজে ফরম পূরণ ও রিটার্ন দাখিল করতে পেরে সকল করদাতারা খুশি।
কর অঞ্চল-খুলনার কর কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কর আপীলাত ট্রাইব্যুনাল খুলনা বেঞ্চের সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ, বাংলাদেশ ট্যাক্সেস লইয়ার্স এসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা, অতিরিক্ত কর কমিশনার খালেদ শারিফ আরেফিন, যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলম, কর আপীল অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ মহিদুর রহমান, উপ কর কমিশনার খন্দকার তারিফ উদ্দিন এবং মোঃ হাসানুর রহমান।
খুলনা কর অফিসে আগামী ৩০ নভেম্বরের মধ্যে করদাতারা আয়কর রিটার্ন দাখিল করতে পারবে।