খুলনা আইনজীবী সমিতির সভায় হট্টগোলের ঘটনায় মামলা

0
719

নিজস্ব প্রতিবেদক:

খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় হট্টগোল ও আইনজীবীকে মারধরের ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে ওই ঘটনায় আহত অ্যাডভোকেট বিধান চন্দ্র ঘোষ বাদী হয়ে এ মামলা করেন। মামলা নং-৪৬ (তাং-২৫/০৭/১৮)।

জানা যায়, খুলনায় আইনজীবীদের ব্যবহারের জন্য নির্মিত বঙ্গবন্ধু ভবনে কোটি টাকা আত্মসাতের অডিট প্রতিবেদন নিয়ে ২৩ জুলাই সাধারণ সভায় আলোচনাকালে এ হট্টগোলের ঘটনা ঘটে। ৩০/৪০ জন বহিরাগত সাধারণ সভায় অবস্থান নিয়ে হট্টগোল ও আতংক সৃষ্টি করেন।

এসময় অ্যাডভোকেট বিধান চন্দ্র ঘোষকে মারধর ও তার মোবাইল ফোন ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনায় দন্ডবিধির ১৪৩/১৪৭/৩২৩/৪২৭/৩৭৯/৫০৬ ধারায় মামলা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মামলায় ১৫/২০ জন অজ্ঞাতনামাকে আসামী করা হয়েছে। পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।