চুকনগরে উচ্ছেদের ১৮ দিনের মাথায় সরকারী জায়গায় আবারও দোকান!

0
491

ডুমুরিয়া প্রতিনিধি:
উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক খুলনার চুকনগরে মহাসড়কের পাশে অবস্থিত সরকারী জায়গা থেকে অবৈধ্য স্থাপনা উচ্ছেদের মাত্র ১৮দিনের মাথায় রাতের আধারে আবারও সেখানে দোকানের চাল নির্মানের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা ভঙ্গ করে ও জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে পুনরায় দোকানের চাল নির্মান কাজ চলছে। তবে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আবারও পুলিশ কাজ বন্ধ করেছে বলে জানা গেছে।
প্রকাশ থাকে যে, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ গত ৫মে বেগম চুকনগর মহাসড়কের পাশ দিয়ে সরকারী জায়গায় জনসাধারণের চলাচলের রাস্তা বন্দ করে,অবৈধভাবে চাল দিয়ে দোকান তৈরি করায় সে গুলোর উপর তিনি উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কিন্তু গত ২২মে রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে দক্ষিন চুকনগর গ্রামের মৃত গহর আলীর মোঃ শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি,তার পুত্র ইমরান হোসেন ও জামাতা আরশাফুল ইসলাম সহ কয়েকজন ব্যক্তি আবারও জনসাধারণের চলাচলের রাস্তা বন্দ করে উক্ত স্থানে চাল নির্মানের চেষ্টা করে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জানতে পারায় তিনি চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই দ্বীন মোহাম্মদকে কাজ বন্দ করে দেয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে এস আই দ্বীন মোহাম্মদ ও এএসআই হুমায়ন কবির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্দ করে দেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম বলেন,আমরা জনসাধারণের রাস্তা চলাচল, মহাসড়কের ছোট বড় গাড়ি গুলো পার্কিং ও ছোট গাড়ী গুলো মহাসড়কের নিচে রাখাসহ সার্বিক দিক বিবেচনা করে অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করেছিলাম। কিন্তু যদি কোন ব্যক্তি শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য সরকারী জায়গায় আমাদের নির্দেশ অমান্য করে আবারও দোকান নির্মান করায় পায়তারা করে তাহলে তাদেরকে আইনের আওতায় আনাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।