খুলনায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

0
169

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোসাগরে লঘুচাপের প্রভাবে খুলনায় গতকাল বৃহস্পতিবার ভোর থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩৬ মিলিমিটার বৃষ্টিপতা রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে মহানগরীর বিভিন্ন স্থানে জমেছিলো পানি। অবিরাম বৃষ্টিতে মহানগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় মানুষের চলাচলে বিঘিœত হয়েছে। যদিও পরে পানি কমে যাওয়ায় সবকিছু স্বাভাবিক হয়ে যায়। খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টা ৪৫ মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থা শুক্রবারও অব্যাহত থাকতে পারে। শনিবার থেকে উন্নতি হতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।