সোনাডাঙ্গা থানায় শীতবস্ত্র বিতরণ মহানগর পূজা উদযাপন পরিষদের

0
214

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে খুলনা জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনাডাঙ্গা থানার অসহায় শীতার্তদের মাঝে সোমবার বিকেল ৪টায় ছোট বয়রা কালীবাড়ী সার্বজনীন পূজা মন্দির (পূজো খোলা) প্রাঙ্গণে বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশে সকল অহায় মানুষ ক্ষুধায় ও শীতে যাতে কষ্ট না পায় তারজন্য মাঠ পর্যায়ে আমাদের কাজ করার নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে আমরা মাঠ প্রশাসনে অসহায় মানুষদের জীবন-জীবিকার জন্য কাজ করে যা”িছ। শীতবস্ত্র বিতরণও সেই কাজেরই একটি অংশ। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীন মানুষদের ভূমি ও গৃহ নির্মাণ করে অসহায় মানুষদের হাসি ফুটিয়ে চলেছেন। খুলনা জেলায় এ পর্যন্ত ৯২২টি পরিবারকে ভূমি ও মানসম্মত গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। মুজিববর্ষে এ প্রক্রিয়া চলমান থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব মিত্র। এ সময়ে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী বাবলু বিশ্বাস, গৌতম কুÐু, অনিল কৃষ্ণ মজুমদার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু। সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেনÑনিকুঞ্জ বিহারী হালদার, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, অধ্যক্ষ নৃপেন্দ্র নাথ বৈরাগী, নিতাই সরদার, অলোক দে, রবীন দাস, দিলীপ পাল, বিধুভূষণ মÐল, অশোক মজুমদার, শ্যামল মিস্ত্রী, প্রবীর রায়, বাসুদেব সাহা, নরেন্দ্র নাথ সরকার, ইতি রাণী ভট্টাচার্য, প্রভাস পাল, প্রশান্ত রায়, নিত্যানন্দ পাল, তুষার রায়, চয়ন মÐল, স্বপন বিষ্ণু, সোমা নাগ, দিপালী গোলদার প্রমুখ।