খুলনায় মোবাইল কোর্ট পরিচালনায় ৬৫ হাজার টাকা জরিমানা

0
381

খবর বিজ্ঞপ্তি:
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীতে কঠোরভাবে বাজার মনিটরিং করা হয়। পেঁয়াজের বাজারে চলমান অস্থিতিশীল দুর করতে বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর নির্দেশনায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে নগরীর কদমতলা স্টেশন রোডের পাইকারি বাজার এবং খুরচা সন্ধ্যা বাজারে চার জন ব্যবসায়ীকে বেশি মুনাফা লাভের অপরাধে ৬৫ হাজার টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ও সেটু কুমার বড়–য়া। এসময় ক্রেতা ও সাধারণ মানুষ বাজার মনিটরিংয়ে সন্তোষ প্রকাশ করেন।
পেঁয়াজসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।