খুলনায় পাট শ্রমিকদের মাঝে প্রশাসনের খাদ্য সহায়তা

0
323

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া খুলনার পাট শ্রমিকদের শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি থেকে এই খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত (সার্বিক) জেলা প্রশাসকমোঃ জিয়াউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এ উদ্ভাবনী উদ্যোগ ‘Door to Door Essential Goods Distribution in Corona Crisis through Digital Survey’ এর অংশ হিসেবে এই সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা গেছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’ এর আওতায় সোনালী জুট মিল এবং অ্যাজাক্স জুট মিলের শ্রমিকদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখা হয়।