আশাশুনি মরিচ্চাপ বেইলি ব্রীজ আবারও ঝুঁকিপূর্ণ!

0
290

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীর উপর নির্মিত বেইলি ব্রীজটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ঝুঁকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে নিষেধাজ্ঞা না মেনে ভারী যানবাহন চলাচল করায় যে কোন মুহুর্ত্বে ব্রীজের জরাজীর্ণ লোহার পাত ভেঙ্গে নদীতে পড়তে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। এর আগে ব্রীজটির লোহার পাত ভেঙ্গে চলাচলের অনুযোগী হওয়ায় দূর্ণীতি দমন কমিশন চেয়ারম্যানের উদ্যোগে, সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়নে ২০১৬ সালের ৩০ অক্টোবর বাংলাদেশ নৌ-বাহিনী চিটাগাং ডাইড ইন্ডাট্রিজের ব্যবস্থাপনায় প্রায় ৩ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীর উপর বেইলী স্ট্রিলের ব্রীজটি সংস্কার করা হয়। সংস্কার পরবর্তীতে সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর ভারী যানবাহন চলাচলের ফলে পূর্ণরায় ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মরিচ্চাপ বেইলি ব্রীজের অধিকাংশ স্থানে লোহার পাত দেবে গেছে। ভেঙ্গে গেছে ব্রীজের দুই ধারের সাফট রেলিং ও পাত। আর এ কারণে প্রতিনিয়ত বেইলি ব্রীজের উপর ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। এছাড়া এ বেইলি ব্রীজের পূর্ণসংস্কার করা হলেও ব্রীজের প্রতিমধ্যে পথচারীদের জন্য নির্মান করা ছোট-ছোট নিরাপদ স্থানের কোন সংস্কার করা হয়নি। ফলে বড় যানবহন ব্রীজের উপর চলাচল করলে শিশু থেকে বয়স্ক ব্যক্তিদের পড়তে হয় চরম ভোগান্তিতে। আর এর কারণে ব্রীজের উপর যানবহনের ধাক্কায় আহত হওয়ার ঘটনাও কম নয়। জরাজীর্ণ এ ব্রীজের স্বচিত্র প্রতিবেদন তুলে ধরে পত্র পত্রিকায় সংবাদ প্রকশের পর কর্তৃপক্ষ কোন রকম জোড়াতালি দিয়ে কাজ শেষ করে চলে যাওয়ার কয়েকটি মাস পর আগের অবস্থায় ফিরে যায় ব্রীজের দৃশ্য। এমতাবস্থায় কঠোর তদারকির মাধ্যমে ব্রীজের সংস্কার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী পথচারী ও এলাকার সচেতন মহল।