খুলনায় দিলু হত্যা মামলায় একজনের ফাঁসি

0
189

নিজস্ব প্রতিবেদক :
খুলনা নগরীর সদর থানাধিন সিমেন্ট্রি রোডে দেলোয়ার হোসেন দিলু হত্যা মামলায় এক আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মামলার অপর ৪ জন আসামিকে খালাস প্রদান করেছে আদালত।
রবিবার (৩১জানুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন, মহানগর কেএম ইকবাল হোসেন, এপিপি কামরুল ইসলাম জোয়ার্দার।
দন্ডপ্রাপ্ত আসামি হলেন, খুলনা মহানগরীর সদর থানাধিন ৫০, সিমেন্ট্রি রোডের মৃত মোঃ আতিয়ার রহমানের ছেলে শাহিনুর রহমান তাজু (৪৭)। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। খালাসপ্রাপ্তরা হলেন, শাহিনুর রহমান তাজুর ভাই হাসানুর রহমান কাজু, রাজু, তার মা নুরজাহান বেগম, ভাগ্নে এহসান মোল্লা।
মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা গেছে, ২০১৩ সালের ১৬ জুন সিমেন্ট্রি রোডের হোটেল আরামের সামনে হাতুরী দিয়ে পিটিয়ে দেলোয়ার হোসেন দিলুকে হত্যা করা হয়। এঘটনায় নিহতের স্ত্রী শওকত আরা রানু বাদি হয়ে সদর থানায় মামলা করেন (নং ১০)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাপস কুমার পাল ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।