খুলনার ফলের বাজারে কেএমপির তদারকি

0
269

নিজস্ব প্রতিবেদক:
রাসায়নিক মিশ্রিত ফল বাজারজাত ও গুদামজাত বন্ধে নজরদারির অংশ হিসাবে রবিবার বেলা ১১টায় কেএমপি’র রাসায়নিক মিশ্রিত ফল বাজারজাত ও গুদামজাত বন্ধে নজরদারি কমিটির নেতৃত্বে সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা বাজার এলাকায় বিভিন্ন ফলের আড়ত বা দোকান, রেস্টুরেন্ট, মুদি দোকান, মিষ্টির দোকান ও দোকানের বাটখারা সঠিক কিনা তার অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন মোঃ নাসিম খান, পিপিএম, পুলিশ পরিদর্শক (সিএসবি), মোঃ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (ডিবি), মোঃ আবু জায়েদ, সিনিঃ এক্সজামিনার (কেমিকেল)সহ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন, খুলনা এর অন্যান্য প্রতিনিধিগণ। ফলের আড়তে অভিযানকালে বিএসটিআই এর ভ্রাম্যমান ল্যাবের মাধ্যমে বিভিন্ন ফলের ফরমালিন পরীক্ষা করা হয়। উক্ত পরীক্ষাকালে কোন ফলে ফরামালিন পাওয়া যায়নি।
অভিযান শেষে ফলের দোকান, মুদি দোকান ও মিষ্টির দোকানের মালিক, শ্রমিক ও জনসাধরণকে ফলসহ অন্যান্য ভোগ্যপণ্যে রাসায়নিক মিশ্রিত না করার জন্য অনুরোধ জানানো হয়। ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।