আমি টিকা নিয়েছি এতে ভয়ের কিছু নেই – এমপি নারায়ণ চন্দ্র চন্দ

0
208

চুকনগর প্রতিনিধি:
গত ৭ ফেব্রæয়ারী থেকে দেশ ব্যাপী করোনা ভাইরাস রোধে গনটিকা কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় খুলনা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এই টিকা কার্যক্রম অব্যহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, প্রথম ধাপে এই উপজেলায় বসবাসকারী ২৩ হাজার প্লাস মানুষকে গনটিকা কার্যক্রমে আওতায় আনা হবে। এ টিকা সেবা পাবে অনলাইন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবন্ধন করবে যারা।
এদিকে ১৬ই ফেব্রæয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্েেসর করোনার টিকাদান কর্নারে গিয়ে টিকা গ্রহন করেছেন খুলনা ৫ আসনের মাননীয় এম পি নারায়াণ চন্দ্র চন্দ। টিকা গ্রহনের পর তিনি প্রতিবেদকের কাছে জানান, আমি করোনা ভাইরাসের টিকা নিয়েছি। এতে ভয়ের কিছু নেই। আমি সুস্থ ও স্বাভাবিক রয়েছি।
এসময় তিনি আরো বলেন, করোনার টিকা নিয়ে যারা গুজব রটিয়েছে তারা এদেশে শত্রু। তারা জনগনের মঙ্গল চায় না বিধায় এসব ভিত্তিহীন গুজব রটিয়েছে মানুষের মাঝে আতংক সৃষ্টি করতে। এদের অসামজস্য পূর্ণ গুজবে কান না দিয়ে সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে করোনা ভাইরাসের টিকা গ্রহন করুন।