খুবি সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন খুবির প্রথম গ্রাজুয়েট

0
322

নিজস্ব প্রতিবেদক:
৪ মার্চ বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। তিনি সামাজিক বিজ্ঞান স্কুলের ডিনদের মধ্যে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান স্কুলের সাবেক ডিন প্রফেসর মোসাঃ তাছলিমা খাতুন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, প্রফেসর ড. শাহ নেওয়াজ নাজিমুদ্দিন, প্রফেসর ড. ফৌজিয়া হামিদ, প্রফেসর শেখ শারাফাত হোসেন, প্রফেসর নূরুন নাহার মনি, প্রফেসর কানিজ ফাতেমা মহসিন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল জব্বার, প্রফেসর ড. সেলিনা আহমেদ, প্রফেসর ড. মোসাম্মাত রওশন আরা, প্রফেসর ড. তুহিন রয়, ডেভলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ হাসান হাওলাদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (সাময়িক দায়িত্ব) মামুন অর রশিদসহ চার ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। এসময় নতুন ডিন সামাজিক বিজ্ঞান স্কুলের শিক্ষা গবেষণা কার্যক্রমকে সম্প্রসারিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনের জন্য বিদায়ী ডিনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং আগামী দিনে পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে, খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০-এর ২৮(৫) অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য তাঁকে ডিন এর দায়িত্ব প্রদান করা হয়েছে।