খুবিতে শিক্ষাসমাপনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
251
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থীদের তিনদিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুর ১২টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী যাতে মাদকে জড়িয়ে না পড়ে, ক্যাম্পাসে মাদক প্রবেশ না করতে পারে সেজন্য তিনি শিক্ষার্থীদের প্রতি স্কোয়াড গঠন করে সচেতনতা বৃদ্ধির আহবান জানান। নানা সীমাবদ্ধতার মধ্যেও ১৬ ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণœ রেখে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধি করায় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ শরীফ হাসান লিমন। ১৬ ব্যাচের শিক্ষার্থী নাজমুল সৌদ নিলয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন শিক্ষার্থী মোঃ মতিউর রহমান এবং সমাপনী বক্তব্য প্রদান করেন উজ্জ্বল সাহা। আলোচনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যকে স্মারক ক্রেস্ট উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে ১৬ ব্যাচেরর প্রত্যেক ডিসিপ্লিনের প্রতিনিধিদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন উপাচার্য। এছাড়া বিকেল ৪ থেকে রাত ৯ টা পর্যন্ত রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিন ২৭ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠান সমাপনীর দিন বিকেল ৪-৩০ টায় মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে।