খুবিতে প্রথম আন্তঃডিসিপ্লিন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছেলেদের খেলায় ইএস এবং মেয়েদের খেলায় বাংলা ডিসিপ্লিন চ্যাম্পিয়ন

0
269
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি: বুধবার বিকেল ৫ টায় খুলনা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ব্যাডমিন্টন কোর্টে বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তঃডিসিপ্লিন ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শারীরিক শিক্ষা চর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভিন্ন ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ছেলেদের চূড়ান্ত খেলায় (একক) এনভায়রণমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন(ইএস) এবং মেয়েদের খেলায়(একক) বাংলা ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছেলেদের খেলায় রানারআপ হয় ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন (বিএ) এবং মেয়েদের খেলায় সমাজবিজ্ঞান ডিসিপ্লিন। প্রধান অতিথি পুরস্কার বিতরণের আগে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আনন্দ-উৎসবমুখর করে রাখবে এটাই প্রত্যাশা। সহশিক্ষাকার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ইভেন্ট যোগ হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ের চার তলা মেডিকেল সেন্টার নির্মাণের কাজ শুরুর কথা উল্লেখ করে বলেন, সাত তলা আইইআর ভবনের নির্মাণ কাজও শীঘ্রই শুরু হবে। আগামী সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিনশত কোটি টাকার সংশোধিত উন্নয়ন প্রকল্প একনেকে পাশ হবে বলে আমরা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এর ফলে টিএসসি, জিমনেসিয়াম, ১০ তলা একাডেমিক ভাবন, বাসভবনের নির্মাণ কাজ ও চলতি অর্থ বছরের মধ্যেই শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। এসব নির্মাণ কাজ শেষ হবে বিশ্ববিদ্যালয়ের আনুষাঙ্গিক সুযোগ সুবিধা বাড়বে। ইতিমধ্যে একজন খণ্ডকালীন সাইক্লোলোজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে এবং মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে।