খুবিতে পরিবেশ বিষয়ক সচেতনতা ও বার্ষিক পূনর্মিলনী অনুষ্ঠিত

0
330

খবর বিজ্ঞপ্তি: শনিবার বেলা ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের এনভায়রনমেন্টাল এ্যাওয়ারনেস ক্লাবের আয়োজনে পরিবেশ বিষয়ক সচেতনতা ও বার্ষিক পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন। আহ্বায়ক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. আতিকুল ইসলাম। আনুষ্ঠানে প্লাস্টিকের দুষণ কিভাবে কমানো যায় সে বিষয়ে সচেতনতা সৃষ্টিসহ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রভাষক রাবেয়া সুলতানা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।