খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ

0
602

খুলনা টাইমস ডেস্ক :
ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। শনিবার এবং মঙ্গলবার হামলার ঘটনায় ফেনী মডেল থানায় নাশকতার মামলা দুটি করা হয়।

শনিবার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন ঢাকায় ফেরার পথে হামলা ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় যুবদল-ছাত্রদলের ২৯ জনের নাম উল্লেখ কোরে এবং অজ্ঞাতপরিচয় ৩৫ থেকে ৪০ জনকে আসামি কোরে আরেকটি মামলা করা হয়েছে।

এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। এদিকে, হামলা ও বাসে আগুনের ঘটনায় সংবাদ সম্মেলন করে পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন জেলা বিএনপি ও আওয়ামী লীগের নেতারা। তবে ঘটনায় যেই জড়িত থাকুক তাদের শাস্তি দাবি করেছেন তারা।

শনিবার কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ দিতে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। আবার মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর মহীপালে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।